সাইরাস পারলৌকিক জীবনে বিশ্বাস করিতেন। তিনি যরাথুস্ত্র নবীর অনুসারী ছিলেন এবং ইসলাম-পূর্ব সকল ধর্মের মধ্যে যরাথুস্ত্রের ধর্ম-বিশ্বাসই মৃত্যুর পরের জীবনের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করিয়াছে। কোন সন্দেহের অবকাশ নাই যে, সাইরাস এবং তাঁহার পার্সী অনুসারীগণ যরাথুস্ত্র নবীর মতবাদে আস্থাবান ছিলেন এবং বিদেশী ধর্মবিশ্বাস বা পূজা পদ্ধতিকে খুব ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখিতেন (যিউ এনসাইক, ৪র্থ খণ্ড, ৪০৪ পৃষ্ঠা)।