‘সূর্য অস্তগমন স্থলে’ শব্দগুচ্ছ সাইরাসের সাম্রাজ্যের পশ্চিম-সীমান্ত অথবা এশিয়া মাইনরের উত্তর-পশ্চিম সীমানাকে বুঝায় এবং কৃষ্ণ সাগরের প্রতি নির্দেশ করে, কারণ উহা তাহার সাম্রাজ্যের উত্তর-পশ্চিম সীমান্ত গঠন করিয়াছিল। এই আয়াত সাইরাস তাঁহার পশ্চিমাঞ্চলের শত্রুদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করিয়াছিলেন উহার দিকে নির্দেশ করিতেছে (এনসাইক, ব্রিট এবং হিষ্টরিয়ানস্ হিষ্টরি অব দি ওয়ার্লড, ‘সাইরাস’ অধ্যায়)।