যখন কা’বা মুসলমানের কিব্লায় পরিণত হইল, তখন তাহাদের জন্য ইহা অপরিহার্য হইয়া পড়িল যে, মক্কা শহর, যেখানে কা’বা অবস্থিত, তাহা মুসলমানের অধিকারে আসিয়া যায়। এই আয়াতে তাহাদিগকে উদ্বুদ্ধ করা হইতেছে যেন মক্কা বিজয়ের লক্ষ্যে তাহাদের সমস্ত শক্তিকে নিয়োজিত রাখে। হযরত রসূলে করীম (সাঃ)-কে নির্দেশ দেওয়া হইতেছে যে, সকল অভিযানেই তাঁহার সার্বিক মনোযোগ যেন এই উদ্দেশ্যের প্রতিই নিবেদিত থাকে। ‘খারাজ্তা’ শব্দের আরেক অর্থ “তুমি যুদ্ধের জন্য বাহির হইয়াছ” (লেইন)। শব্দটির তাৎপর্য ইহাও যে, রসূলে পাক (সাঃ) কে স্বয়ং মক্কা বিজয়ের জন্য ব্যক্তিগত দায়িত্ব বহন করিতে হইবে। তদুপরি, ১৪৫ নং আয়াতে যেখানে কিব্লা পরিবর্তনের নির্দেশ রহিয়াছে, সেখানে ১৫০-১৫১ আয়াতদ্বয়ে প্রদত্ত নির্দেশটি মক্কা-বিজয়ের জন্য প্রদত্ত হইয়াছে বলিয়া মনে হয়, কেননা ‘খুরুজ’ ক্রিয়া বিশেষ্যটি যুদ্ধের জন্য বাহির হওয়া অর্থেই বেশী ব্যবহৃত হয়।