‘নিঃসহায় দরিদ্র ব্যক্তি’ এখানে মুসলমান জাতির প্রতীক হইতে পারে। নৌকাটি ছিদ্র করা– ইহার মর্ম এই যে, ইসলাম মুসলমানদিগকে আল্লাহ্তা’লার জন্য দান ও যাকাতের মধ্যে অর্থ ব্যয়ে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করিবে। ইহা প্রকৃত উন্নতি এবং শক্তির পরিবর্তে অর্থনৈতিক দুর্বলতার উৎস বলিয়া মনে হইবে, কিন্তু আসল ঘটনা উহার বিপরীত। ইস্রার মধ্যে যালেম বাদশাহ্ ছিল বাইজেনটাইন এবং পারস্য সম্রাটগণ, যাহারা আরবদেশকে গিলিয়া ফেলিত যদি তাহারা উহাকে দরিদ্র, অনুর্বর এবং কষ্ট করিয়া জয় করার অনুপযুক্ত দেশ মনে না করিত। এইরূপে উহাকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্য সংরক্ষণ করা হইয়াছিল।