পূর্ববর্তী কতকগুলি আয়াত হযরত মূসা (আঃ)-এর ‘ইস্রা’ সম্পর্কে কেবল ভূমিকার কাজ করিয়াছে। বর্তমান আয়াত দ্বারা মূসা (আঃ) কাশ্ফে যাহা দেখিয়াছিলেন সেই সকল প্রকৃত ঘটনাবলীর বিস্তারিত বিবরণ শুরু হইয়াছে। ‘সে উহাতে ছিদ্র করিয়াছিল’ শব্দের ব্যাখ্যা করিলে এইরূপ দাঁড়ায় যে, মহানবী (সাঃ) এমন হুকুম জারি করিবেন ঠিক যেন নৌকায় ছিদ্র করিয়া দেওয়া, স্বপ্নের ভাষায় যাহার অর্থ পার্থিব ধন-সম্পদ, অর্থাৎ তিনি এই দিকে নজর দিবেন যাহাতে অর্থ-সম্পদ অল্প সংখ্যক লোকের হাতে পুঞ্জীভূত না হয় বরং ন্যায়ের ভিত্তিতে বন্টন করা হয়।