১৭১

এই আয়াতে কয়েকটি শব্দের মধ্যে, সফল জীবনের সকল উপায়-উপাদান ব্যক্ত করা হইয়াছে। একজন মুসলমানের উচিত, প্রথমেই তাহার নিজের জীবনের জন্য নির্দিষ্ট গন্তব্য স্থল নির্ধারণ করা। অতঃপর,তাহার কর্তব্য হইবেঃ (ক) তাহার সমস্ত মনোযোগ ঐ দিকে নিবদ্ধ করা, (খ) তাহার সকল শক্তিও প্রচেষ্টা ঐ উদ্দেশ্যে নিয়োজিত করা, (গ) অন্যান্য নিষ্ঠাবান মুসলমানের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়া প্রতিযোগিতা করতঃ তাহাদিগকে ডিঙ্গাইয়া যাইবার চেষ্টায় রত থাকা এবং তাহাদিগকেও আগাইয়া নিবার চেষ্টা করা, অধঃপতিত সহগামীকে উঠাইয়া দাঁড় করানো ও দ্রুততার সহিত আগাইয়া যাইতে সাহায্য করা। ‘মুওয়াল্লিহা’ শব্দের অর্থ “নিজের উপরে তাহাকে প্রতিপত্তিশালী বানায়” অর্থাৎ মানুষ প্রথমে তাহার উদ্দেশ্য স্থির করিয়া লয়, অতঃপর এই উদ্দেশ্যকেই তাহার নিজের উপর সর্বাধিক প্রভাব-বিস্তারকারী শক্তি রূপে গণ্য করে।