১৭০২

আয়াতের মর্মঃ (ক) আল্লাহ্‌তা’লার সকল সৃষ্টির মধ্যে মানবকে বিবেক এবং বুদ্ধিমত্তা,পূর্ণ কর্মক্ষমতা দিয়া অনুগৃহীত করা হইয়াছে, কিন্তু দুঃখের বিষয় যে, সে তাহার সকল দক্ষতা সত্য অস্বীকার করার কাজে এবং অন্যান্য অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, (খ) অথবা ইহার এরূপ অর্থও হইতে পারে যে, সে বহু পুরাতন বা দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ অমঙ্গল আশঙ্কার এবং সংশয়ের শিকার হইয়া পড়ে যে কারণে সে কদাচিৎ নিঃসন্দেহ বা সন্তুষ্ট হইতে পারে।