‘জিবাল’ অর্থঃ প্রধান, সবোচ্চ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, নায়ক বা সর্দার (লেইন)। এই আয়াতের মর্ম এই হইতে পারে যে, পূর্ববর্তী কতক আয়াতে উল্লেখিত অশুভ বা শয়তানী শক্তিগুলি (গগ এণ্ড ম্যাগগ) অর্থাৎ ইয়া’জুজ-মা’জুজ সম্পূর্ণ ধ্বংস হওয়ার সম্বন্ধে ভবিষ্যদ্বাণী পূর্ণতা লাভ করিবে তখন, যখন বাইবেলের ভাষায়, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে (মথি-২৪ঃ৭)। ‘হাশারনাহুম’-এর মর্ম তাহাদিগকে যুদ্ধ ক্ষেত্রে একত্রিত করা হইবে, তাহারা একে অন্যের মুখোমুখি হইবে এবং শোচনীয় অবস্থা পর্যন্ত যুদ্ধ করিবে।