খৃষ্টান জাতির সকল উদ্যম ও সচেতন প্রচেষ্টা তাহাদের পার্থিব সম্পদের ধারাবাহিকতা রক্ষার জন্য ব্যর্থতায় পর্যবসিত হইয়া যাইবে এবং তাহাদের ক্ষমতা ও মর্যাদা দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে কমিয়া যাইবে। প্রসঙ্গতঃ এই আয়াত উল্লেখ করিতেছে যে, এই আয়াতসমূহে ব্যবহৃত “বাগান” শব্দটি ইহার আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় নাই, কারণ বাগান কখনো মাচার উপর পতিত হয় না।