১৬৯২

তফসীরাধীন আয়াত এবং ৩৬ ও ৪০ আয়াতে মাত্র একটি বাগান সম্বন্ধে বলা হইয়াছে।কারণ দুইটি বাগানের (আয়াত ৩৩) একটি ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বেই বিনষ্ট হইয়া গিয়াছিল। খৃষ্টানদিগের অহংকারের সর্বশ্রেষ্ঠ কারণ সেই বাগানটি হইল তাহাদের বর্তমান উন্নতি এবং শক্তি— যাহা ইসলামের আবির্ভাবের পরে খ্যাতি লাভ করিয়াছিল।