পার্থিব উন্নতিতে অহংকারমত্ত হইয়া পাশ্চাত্যের ধৃষ্টান জাতিগুলি অঢেল আরাম এবং বিলাসপূর্ণ জীবনে গা ঢালিয়া দিবে এবং অতিশয় আত্মগর্ব ও ঔদ্ধত্যে এই ভুল ধারণা করিবে যে, তাহাদের ক্ষমতা, অগ্রগতি ও উন্নতি চিরস্থায়ী হইয়া থাকিবে এবং নিরাপত্তা ও আত্ম প্রসাদের মিথ্যা ধারণার বশবর্তী হইয়া তাহারা অপরাধ বৃত্তি ও পাপাচারে ডুবিয়া যাইবে।