১৬৮৮

সোনার কাঁকন রাজপদের প্রতীক। তাই তফসীরাধীন আয়াতের মর্ম ইহাই হইতে পারে যে, মুসলমানগণ বিশাল এবং প্রতাপশালী সাম্রাজের শাসকরূপে প্রতিষ্ঠিত হইবে এবং অপরিমিত ক্ষমতা, সম্মান ও মর্যাদার অধিকারী হইবে, এবং তাহাদের স্ত্রীলোকগণ সোনালী জরি ও বুটিদার সুন্দর রেশমী ভূষণ পরিধান করিবে। এই ভবিষ্যদ্বাণী তখন পূর্ণ হইয়াছিল যখন পারশা ও রোম সাম্রাজ্যের রাজ-ভাণ্ডার সেই সকল মুসলমানদের পদতলে সমর্পিত হইয়াছিল যাহারা এক সময় পশুর মোটা চামড়া ও লোম দ্বারা নির্মিত বস্ত্র পরিধান করিত।