এ স্থলে বলা হইয়াছে যে, যাহাদের নিকট তোমরা বণিক দল প্রেরণ করিতেছ তাহারা যদি তোমাদের আসল উদ্দেশ্য বুঝিতে পারে, অথবা তাহাদের দেশে তোমাদের কদম মজবুত হওয়ার পূর্বে কোন রাজনৈতিক কলহ বা বাণিজ্যিক মত-বিরোধ মাথাচাড়া দিয়া উঠে এবং তোমরা পরাজিত হও, তাহা হইলে তোমাদিগকে হয় তাহাদের দেশ ত্যাগ করিতে হইবে, অথবা তাহাদের ধর্ম-বিশ্বাস গ্রহণ করিতে হইবে। উভয় অবস্থাতেই তোমরা স্থায়ী অধিকার ও প্রতিষ্ঠা অর্জনে ব্যর্থ হইবে এবং তাহাদের দেশে তোমাদের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার স্বপ্ন শূন্যে মিলাইয়া যাইবে।