গুহাবাসীগণ যখন দেখিল যে, তাহাদিগের বিরুদ্ধে যুলুম-অত্যাচার প্রশমিত হইয়াছে, তখন তাহারা তাহাদের একজনকে কিছু পুরান মুদ্রাসহ খাদ্য সংগ্রহ করিতে এবং উহাদের ব্যাপারে পরিস্থিতি কেমন তাহা অনুসন্ধান করিতে শহরে পাঠাইয়া দিল। ‘তাআম’ এমন খাদ্য-দ্রব্য বুঝায় যেমন গম, বার্লি, জোয়ার, খেজুর, ইত্যাদি (লেইন)। ইহা পৃথিবীর সর্বত্র পাশ্চাত্য জাতিগুলির বাণিজ্যিক অভিযানের প্রতিও ইশারা করে।