মহানবী (সাঃ)-এর সময়ের মুসলমানদিগকে প র্বেই সতর্ক করা হইয়াছিল যে, উত্তরাঞ্চলের খৃষ্টান জাতিগুলি সুপ্তাবস্থায় নিষ্ক্রিয় রহিয়াছে,কিন্তু শীঘ্রই শত শত বর্ষের গভীর নিদ্রা হইতে তাহারা জাগিয়া উঠিবে এবং সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং পথিবীকে তাহাদের শাসনের প্রভাবাধীনে আনিবে।