এই আয়াত বাস্তব ঘটনারই প্রকাশ করে যে, ঐ সকল একেশ্বরবাদী যুবক কোন ছত্রভঙ্গ ব্যক্তিবর্গ ছিল না বরং সংঘবদ্ধ ও শৃংখলাপূর্ণ ধর্মীয় জামাতের সদস্য ছিল, যাহারা প্রায়ই গোপনে মিলিত হইত। এই আয়াত ব্যক্ত করে যে, এই সকল যুবক যখন নিজেদের মধ্যে গুহায় আশ্রয় নেওয়ার কথা বলাবলি করিত তখন নির্দিষ্ট কোন গুহা তাহাদের মনে থাকিত। এই গুহা নির্দয় মালিকদের নিকট হইতে পালাইয়া আসা রোমীয় কৃতদাসগণ কর্তৃক পূর্বেই আশ্রয়স্থলরূপে ব্যবহৃত হইয়াছিল বলিয়া মনে হয়। ‘এবং যখন তোমরা তাহাদের নিকট হইতে পৃথক হইয়াছ,’ ব্যক্ত করে যে, তাহারা পূর্বাহ্নেই কঠোর সামাজিক বয়কটের শিকার হইয়াছিল এবং তাহারা তাহাদের গোত্র হইতে পৃথকভাবে ঈমান আনয়নকারী ছিল যাহারা শ্রেণীবদ্ধ হইয়া বাস করিতেছিল।