১৬৬৯

প্রাথমিক যুগের খৃষ্টানগণ দুই দলে বিভক্ত হইয়াছিল বলিয়া প্রতীয়মান হয়। (ক) যাহারা মনোভাব গোপন করা বা কপট আচরণের মাধ্যমে ভিন্ন অবস্থার ভান করা পসন্দ করিত না এবং কুফরী ও পৌত্তলিকার প্রতি আপোষহীন ছিল। তাহারা ঈমানের জন্য ধৈর্য এবং বীরত্বপূর্ণ সহিষ্ণুতার সহিত নির্যাতন ও নিপীড়নের শিকার হইয়াছিল। ইহারাই পর্বত-গুহাতে আশ্রয় গ্রহণ করিয়াছিল।(খ) যাহারা বিচক্ষণতাকে সাহসিকতার চাইতে শ্রেয়ঃ ও শুভ মনে করিয়া তাহাদের ঈমানকে গোপন করিয়াছিল এবং অত্যাচার হইতে নিজদিগকে রক্ষা করিয়াছিল। ‘দুই দল’ বলিতে ‘যালেম ও মযলুম’ (অত্যাচারী ও অত্যাচারিত)-এর প্রতিও ইশারা করিতে পারে।