আরবী বাক্য ‘যারাবা আলা উযনিহী’ অর্থ সে তাহাকে শ্রবণ করিতে বাধা দিয়াছিল। কুরআনের বাক্য ‘অতএব আমরা সেই প্রশস্ত-গুহার মধ্যে কয়েক বৎসর পর্যন্ত (বহির্জগতের খবরা-খবর শুনিতে) তাহাদের কান বন্ধ করিয়া রাখিলাম।’ ইহার অর্থ এইরূপও হয়, ’কোন শব্দ তাহাদের কর্ণে প্রবেশ করিতে না দিয়া, তাহাদিগকে আমরা নিদ্রিত রাখিয়াছিলাম, যাহাতে তাহাদের নিদ্রা ভঙ্গ হইতে পারিত’ (লেইন)। আক্ষরিকভাবে আয়াতের অর্থ ‘কোন শব্দ তাহাদের কর্ণে প্রবেশ করিতে বাধা দিয়াছিলাম বা কর্ণে প্রবেশ করিতে দেই নাই, অর্থাৎ বহুকাল ব্যাপিয়া তাহারা বহির্জগতের ঘটনাবলী হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন রহিয়াছিল এবং সেখানে কি ঘটিতেছিল কিছুই জানিত না বা শুনিত না।