ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মত দ্বিতীয় কোন ব্যক্তিকে সম্ভবতঃ এত অধিক বিদ্বেষপূর্ণ ব্যবহার এবং গালাগালি করা হয় নাই, এবং নিশ্চিত রূপেই এত বেশী ঐশী প্রশংসাও আর কোন মানব পায় নাই এবং এত অধিক ঐশী আশীবাদ ও অনুগ্রহ বর্ষিত করার জন্য অনুসারীদের দরুদ প্রেরণের পাত্রও অন্য কোন ব্যক্তি হয় নাই। নিরব নিথর গভীর রাত্রে মো’মেনের আধ্যাত্মিক উন্নতির জন্য তাহাজ্জুদ নামায সর্বোত্তম সাধনা। নির্জনে একাকী সে উহাতে সৃষ্টিকর্তার সঙ্গে গোপনে এক পবিত্র যোগাযোগ স্থাপন করিয়া থাকে।