১৬৪০

নবী করীম (সাঃ)-এর শত্রু পক্ষ তাঁহার উপর কলঙ্ক চিহ্ন আরোপ করিয়া আইন বলে নির্বাসন দিয়া তাঁহাকে কলঙ্কিত করিতে চাহিয়াছিল যাহাতে লোক চক্ষে তাঁহার সকল সামাজিক মর্যাদা বিলুপ্ত হইয়া যায়। কিন্তু আল্লাহ্‌তা’লা নিজেই তাঁহাকে মক্কা ত্যাগ করিতে নির্দেশ দিয়া সেই কলঙ্ক-চিহ্ন হইতে রক্ষা করিলেন, যাহা তাঁহাকে মক্কা নগরীর নাগরিকত্ব হইতে বঞ্চিত করার সহিত সম্পৃক্ত ছিল।