রসূলে আকরাম (সাঃ) যতদিন মক্কায় ছিলেন, আল্লাহ্র আদেশক্রমে তিনি নামাযের সময় জেরুজালেমের উপাসনালয়ের দিকে মুখ করিতেন, কিন্তু তাঁহার অন্তরের অন্তঃস্থল হইতে কা’বাকে ‘কিব্লা’ রূপে পাইবার বাসনা পোষণ করিতেন এবং তাঁহার মন বলিত যে, তাঁহার এই বাসনা পূর্ণ হইবেই। তিনি সাধারণতঃ উপাসনার স্থান হিসাবে এমন জায়গা বাছিয়া নিতেন, যাহাতে কা’বা ও জেরুজালেম উভয়কেই সম্মুখে রাখা যায়। অতঃপর, তিনি যখন মদীনাতে হিজরত করিলেন, তখন শহরটির অবস্থিতির কারণে, একমাত্র জেরুজালেম ছাড়া কা’বাকে সম্মুখে রাখা তাঁহার পক্ষে আর সম্ভব ছিল না। ইহাতে তাহার মনের গভীরে লুক্কায়িত বাসনা আরও তীব্রতর হইয়া উঠিল। আল্লাহ্র হুকুমের মর্যাদার খাতিরে তিনি কিব্লা পরিবর্তনের জন্য আল্লাহ্র কাছে বাস্তবে কোনও প্রার্থনা করিলেন না বটে, কিন্তু তবুও মনে মনে আগ্রহের সহিত আশা পোষণ করিতে লাগিলেন যে, এ বিষয়ে ঐশী আদেশ আসিয়া যাইবে।