কুরআন শরীফে স্পষ্ট প্রকাশিত ঐশী শিক্ষাসমূহ যাহা রসূলে করীম (সাঃ)-এর নিকট নাযেল হইয়াছিল তাহা পরিবর্তন করার জন্য এবং নানা দূরভিসন্ধি আঁটিয়া তাঁহাকে বাধ্য করার উদ্দেশ্যে কাফেরগণ তাহার বিরুদ্ধে চরম বাধা-বিপত্তি সৃষ্টির জন্য সংকল্পবদ্ধ ছিল। কাফেরদের এই সব অশুভ পরিকল্পনা যাহা সম্পূর্ণ ব্যর্থ হইয়াছিল, সেই সম্বন্ধে এই আয়াতে উল্লেখ করা হইয়াছে।