কুরআন করীমে সমুদ্র ভ্রমণের উপর জোর দেওয়াকে অস্বাভাবিক ব্যাপার বলিয়া মনে হয়। সকল আরবদের মধ্যে আঁ-হযরত (সাঃ)-এর সারা জীবনে সমুদ্র যাত্রার কোন অভিজ্ঞতা ছিল না। এমন একজন আরববাসীর নিকট নাযেলকৃত এক কিতাবে সমুদ্র ভ্রমণের গুরুত্বের উপর এত বেশী জোর দেওয়ার বিষয়টি নিশ্চিতরূপে প্রমাণ করে যে, কুরআন তাহার রচনা হইতে পারে না,কেননা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সমুদ্র ভ্রমণের উপকারিতা জানতেন না।