১৬৩২

এই আয়াতে মানুষকে প্রলুদ্ধ করিয়া সৎ পথ হইতে বিভ্রান্ত করার জন্য শয়তান প্রকৃতির লোকদের তিন প্রকার কৌশল বর্ণনা করা হইয়াছে। (১) তাহারা দরিদ্র ও দুর্বলকে হিংস্রতার ভয় দেখাইয়া বশে আনতে চায়। (২) হিংস্রতার মৌখিক-ভীতি প্রদর্শনে যাহারা ভীত হয় না তাহাদিগকে সর্বপ্রকার নির্যাতন ও নিপীড়নের শিকারে পরিণত করে। (৩) তাহারা ক্ষমতাশীল এবং অধিক প্রভাবশালী ব্যক্তিগণকে প্রলোভনের মাধ্যমে দলে ভিড়াইয়া নেওয়ার পথ বাছিয়া লয় এবং যদি তাহারা শুধু সত্যের সমর্থনে বিরত থাকে তাহা হইলে তাহাদিগকে নেতা বানাইবার ইচ্ছা প্রকাশ করে।