১৬২২

বাক্যাংশটি ‘সপ্ত আকাশ ও পৃথিবী এবং উহাদের মধ্যে যাহারা আছে তাহারা সকলেই তাঁহার তসবীহ্ করিতেছে’ এই শব্দগুলি সমষ্টিগতভাবে প্রমাণ নির্দেশ করে যে, সারা বিশ্ব আল্লাহ্‌তা’লার একত্ব প্রকাশ করিয়া চলিয়াছে।’ এবং ‘এমন কিছু নাই যাহা তাঁহার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করিতেছে না’ বাক্যটি সাক্ষ্য দিতেছে যে, সকল বস্তুই স্বতন্ত্রভাবে এবং পৃথকভাবে পবিত্র ঐশী সত্তার একত্বের প্রকাশক। প্রথমোক্ত বাক্যাংশের মর্ম হইল যে, বিশ্ব-জগতে বিদ্যমান শৃংখলা ও চমৎকার ব্যবস্থা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, ইহার সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। শেষোক্ত বাক্যটির মর্মার্থ হইতেছে– এই বিশ্বের প্রত্যেক বস্তু নিজ নিজ এলাকায় বা কর্মক্ষেত্রে সীমাবদ্ধ থাকিয়া অনুপমভাবে আল্লাহ্‌তা’লার বিভিন্ন প্রকার গুনাবলীর কার্যকারিতা প্রদর্শন করিতেছে।