হত্যার শাস্তি সম্পর্কে বিধান প্রয়োগের ফলে দুইটি পরিবার নিহত এবং হত্যাকারী উভয় পরিবারে এতীম থাকিয়া যাইতে পারে। কুরআন মজীদ অতঃপর এতীমের অধিকার সম্পর্কে নির্দেশ প্রদান করিতেছে। এই সব অধিকারের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় হইল তাহাদের সম্পত্তি সম্পকীয় অধিকার। ‘অঙ্গীকার’ (এখানে অর্থ নৈতিক বাধ্যবাধকতা) শব্দটি এস্থলে ব্যবহৃত হইয়াছে এই বিষয়ে জোর দেওয়ার জন্য যে, এতীমের সম্পত্তির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা তাহাদের প্রতি অনুগ্রহ নহে, বরঞ্চ অঙ্গীকারের ন্যায় দায়িত্ব ও কর্তব্য যাহা পূর্ণভাবে ও সততার সঙ্গে পালনীয়।