সুন্দর উপমার পুনরাবৃত্তি দ্বারা এই আয়াত পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতাপূর্ণ দয়া-মমতা জানাইতেছে। যেহেতু বাপ-মার স্নেহ ভালবাসার পর্যাপ্ত প্রতিদান সম্ভব নহে, সেই জন্য এই বিষয়ে অপ্রতুলতা এবং ঘাটতি পূরণের উদ্দেশ্যে তাহাদের জন্য দোয়া করার আদেশ দেওয়া হইয়াছে। এই দোয়া প্রমাণ করিতেছে যে, পিতা-মাতার বৃদ্ধ বয়সে তাহাদের প্রতি স্নেহ-মমতার ব্যবহার করা জরুরী যেরূপভাবে বাপ-মা শৈশবে তাহাদের সন্তানের লালন পালনের জন্য করিয়া থাকেন।