হযরত মূসা (আঃ)-এর কিতাবের (দ্বিতীয় বিবরণ-২৮ঃ১৫, ৪৯ঃ৫৩, ৬৩-৬৪ এবং ৩০ঃ১৫) মধ্যে ইসরাঈল জাতি কর্তৃক দুইবার সীমালংঘন করার কথা বলা হইয়াছে। আয়াতে বর্ণনা করা হইয়াছে যে, তাহাদের মধ্যে যাহারা অস্বীকার করিয়াছিল, তাহারা হযরত দাউদ (আঃ) ও হযরত ঈসা ইবনে মরিয়ম (আঃ) কর্তৃক দুইবার অভিশপ্ত হইয়াছিল (৫ঃ৭৯), ফলে দুইবার তাহারা শাস্তিপ্রাপ্ত হইয়াছিল।