‘মুত্তাকী’ সেই ব্যক্তিকে বলা হয়, যিনি আল্লাহ্তা’লার সঙ্গে এইরূপ মজবুত সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যাহার ফলে আল্লাহ্ নিজেই তাহার রক্ষক হইয়া যান এবং তাহাকে সর্বপ্রকার অনিষ্ট হইতে রক্ষা করেন। মুহ্সেন সেই ব্যক্তিকে বুঝায়, যিনি সৎকর্মশীল এবং সুন্দর ও উত্তম ব্যবহারের অধিকারী হন এবং আল্লাহ্তা’লার আশ্রয়ে আসার পর অন্যান্য লোকদিগকেও আল্লাহ্র আশ্রয়ে টানিয়া আনার চেষ্টা করেন। এই ভাবে যিনি ‘মুহ্সেন’ তিনি মুত্তাকী হইতে উচ্চতর আধ্যাত্মিক মোকামের অধিকারী হইয়া থাকেন।