১৫৮

ইহুদী ও খৃষ্টানদিগকে আবার সাবধান করা হইতেছে যে, আল্লাহ্‌র নবীর বংশধর হওয়ার পরিচয়ে তাহারা রক্ষা পাইবে না। তাহাদের নিজেদের বোঝা নিজেদেরকেই বহন করিতে হইবে, কারণ কেহই সেদিন অপরের বোঝা বহিবে না (৬ঃ১৬৫)।