১৫৭৯

যে ব্যক্তি কঠিনতম পরীক্ষায় পড়িয়া এমন কথা বলে যাহা বাহ্যতঃ কুফরী, অথচ অভ্যন্তরীণভাবে সে হয়ত ইসলামের প্রতি বিশ্বাস রাখে—এইরূপ ব্যক্তির সাথে আল্লাহ্‌তা’লা কিরূপ ব্যবহার করিবেন এই বিষয়ে বর্তমান আয়াত নিরব। ইহা হইতে এই কথা বুঝা যায় যে,এইরূপ ব্যক্তিদের সম্বন্ধে চূড়ান্ত বিচার স্থগিত রাখা হইয়াছে এবং তাহাদের ভবিষ্যত আচার-আচরণ দ্বারা নির্ধারিত হইবে তাহারা আল্লাহ্‌তা’লার নিকট হইতে কিরুপ ব্যবহার পাইবে।