১৫৬

‘সিবগাত’ অর্থ রং বা বার্ণিশ, কোন বস্তুর প্রকার, বা গুণাগুণ, ধর্ম, আইনমালা, দীক্ষাগ্রহণ। ‘সিবগাতুল্লাহে’ মানে আল্লাহ্‌র ধর্ম, যে প্রকৃতি ও স্বভাব দিয়া আল্লাহ্ মানুষকে সৃজন করিয়াছেন (আকরাব)। ধর্মকে এই জন্য ‘সিবগাত’ বলা হয়, যেহেতু ইহা মানুষের জীবনকে রং বা বার্ণিশের মত রাঙ্গাইয়া দেয়। ‘সিবগাত’ এখানে একটি উহ্য ক্রিয়ার কর্মকারক রূপে ব্যবহৃত হইয়াছে। আরবী ব্যাকরণ অনুযায়ী যখন কোন ব্যক্তিকে কোন কিছু করিতে, বিশেষ প্রেরণা ও শক্তি যোগাইবার ইচ্ছা হয়, তখন সময় সময় ক্রিয়াপদটি উহ্য রাখিয়া, শুধু কর্মকে উল্লেখ করা হয়। অতএব, এখানে ‘না’খযু’ (আমরা ধরিয়াছি) অথবা ‘নাত্তাবিউ’ (আমরা অনুসরণ করিয়াছি) ক্রিয়াপদটি ‘সিবগাতাল্লাহ’র পূর্বে উহ্য আছে বলিয়া ধরিয়া নিতে হইবে। তখন বাক্যাংশটির অর্থ দাঁড়াইবে আমরা সেই ধর্ম অবলম্বন বা অনুসরণ করিয়াছি যাহা আল্লাহ্ আমাদের জন্য চাহিয়াছেন।’