১৫৫৬

এখানে ‘ওহী’ শব্দটি দ্বারা সকল প্রাণীকে আল্লাহ্‌তা’লা যে স্বাভাবিক গুণ বা সহজাত প্রবৃত্তি দ্বারা বিভূষিত করিয়াছেন উহাকে বুঝাইতেছে। এই আয়াত খুব সুন্দর ইংগিত বহন করিতেছে যে, এই বিশ্ব চরাচর সহজ এবং সফল কার্যপদ্ধতির জন্য গোপন বা প্রকাশ্য ওহীর উপর নির্ভরশীল। অন্য কথায় সকল বস্তু ও প্রাণীকে বাঁচার উদ্দেশ্যে নিজ নিজ জন্মগত কার্যক্ষমতা ও যোগ্যতা এবং সহজাত গুণ ও প্রবৃত্তির কার্যকারিতার উপর নির্ভর করিতে হয়। মৌমাছিকে এখানে প্রসিদ্ধ উদাহরণ স্বরূপ গ্রহণ করা হইয়াছে, কারণ উহার অত্যাশ্চর্য সংগঠন ক্ষমতা, কর্মশৈলী একজন উদাসীন পর্যবেক্ষকের মনেও প্রভাব বিস্তার করে এবং খালি চোখেও তাহা দেখা যায়।