১৫৫৫-ক

যখন আল্লাহ্‌তা’লার সৃষ্ট বস্তু উহার স্বাভাবিক ও খাঁটি এবং অমিশ্রিত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত উহারা বিশুদ্ধ, স্বাস্থ্যকর এবং বলবান ও পুষ্টিকর খাদ্য প্রস্তুত করিয়া থাকে। কিন্তু মানুষ যখনই উহাদের স্বাভাবিক ব্যবহারে অযথা হস্তক্ষেপ করে, তখন সে উহাকে কলুষিত করিয়া বসে। একইভাবে ঐশী শিক্ষা যতদিন পর্যন্ত অবিকৃত থাকে ততদিন পর্যন্ত ইহা আধ্যাত্মিক উপকারিতার উপায় হিসাবে বিরাজ করিতে থাকে। কিন্তু যখনই ইহাতে মানুষের হস্তক্ষেপ ঘটে তখনই ইহা আপন প্রয়োজনীয়তা এবং উপকারিতা হারাইয়া ফেলে।