‘ইবরাতুন’ অর্থঃ লক্ষণ, চিহ্ন বা সাক্ষ্য প্রমাণ, যদ্বারা অজ্ঞতা হইতে জ্ঞানের পথে অগ্রসর হওয়াকে বুঝায় (লেইন)। জীব-জন্তুর পেটের মধ্যে যে দুরূহ প্রস্তুত-প্রক্রিয়া চলিতে থাকে ইহা সেই দিকে ইংগিত করিতেছে। গো-মহিষাদি যে ঘাস এবং লতা-পাতা খায় তাহা উহার পেটের মধ্যে প্রস্তুত-প্রক্রিয়ার মধ্য দিয়া দুগ্ধে পরিণত হয়। এইরূপ দুগ্ধ-প্রস্তুত প্রক্রিয়া নির্দেশ করিতেছে যে, মানুষের প্রাকৃতিক বা স্বাভাবিক প্ররত্তি বা ইচ্ছা তাহাকে সঠিক পথে পরিচালিত করিতে পারে না—যতক্ষণ পর্যন্ত না ঐগুলি ঐশী নিদর্শন বা ইলহাম দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয় !