শাস্তি বিলম্বিত হইয়া থাকে—কারণ যদি আল্লাহ্তা’লা সর্বপ্রকার শাস্তি তাৎক্ষণিকভাবে প্রয়োগ করিতেন তাহা হইলে দুনিয়া অনেক আগেই শেষ হইয়া যাইত এবং ভূপৃষ্ঠের সকল জীব-জন্তু বিলুপ্ত হইয়া যাইত। মানুষ পাপের কারণে অকালে শেষ হইয়া গেলে জীব-জন্তু ও পশু-পক্ষী বাঁচিয়া থাকার কোন প্রয়োজন থাকত না। মানুষেরই দরকারে ও উপকারে ইহাদের সৃষ্টি। অতএব, মানুষের বিলুপ্তির সাথে সাথে উহারাও নিশ্চিহ্ন হইয়া যাইত।