১৫৫৩

এই আয়াতে আরবের কোন কোন উপজাতির মধ্যে প্রচলিত রীতি অনুযায়ী কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে জীবন্ত কবর দিয়া ফেলা হইত— এই পৈশাচিক, বর্বর ও অমানুষিক প্রথার প্রতি ইংগিত করিতেছে। তাহারা (আরবরা) তাহাদের নারী গোষ্ঠির প্রতি অত্যন্ত নীচ ধারণা পোষণ করিত ও চরম নিম্নস্তরে নারীর স্থান দিত। কুরআন করীম নারীর সম্মানজনক মর্যাদাকে দৃঢ়ভাবে তুলিয়া ধরিয়াছে এবং তাহাদের সকল ন্যায্য অধিকারের স্বীকৃতি দিয়াছে। এই বিষয়েও পৃথিবীর সকল ধর্মগ্রন্থের মধ্যে কুরআন অদ্বিতীয় ও অনুপম।