১৫৪৯

‘আলাতাখাওওফেন’ অর্থ ক্রমান্বয়ে ধৃত করা, হ্রাস করা (লেইন)। আয়াতের মর্ম হইতেছে যে, কাফেরদের শক্তির প্রতাপ ক্রমশঃ লোপ পাইবে। ইসলামের ক্রমোন্নত শক্তি এবং চূড়ান্ত বিজয়ের ভীতি তাহাদের চরম পরাজয়ের পূর্বেই তাহাদিগকে পাকড়াও করিবে।