১৫৪৫

পুনরুত্থান দিবসে সত্যের উপলব্ধি এতই সুস্পষ্ট ও পূর্ণরূপ ধারণ করিবে যে, কাফেরগণ স্বীকার করিবে যে, মৃত্যুর পরে পুনর্জীবনে বিশ্বাস না করাটা তাহাদের কত বড় বোকামী ছিল। অবশ্যই উহা পূর্ণ এবং সামগ্রিক বাস্তব উপলব্ধিতে পরিণত হইবে।