১৫৪০

অতীতের নবীগণের বিরুদ্ধবাদীদের উপর যে আযাব আসিয়াছিল উহা কোন সাধারণ ধ্বংসলীলা ছিল না। তাহারা সমূলে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল। তাহাদের নির্মিত প্রাসাদ-সৌধগুলির সম্পূর্ণ ভিত্তি দেওয়াল ও ছাদসহ তাহাদের উপর আছড়াইয়া পড়িয়াছিল, বলিতে গেলে তাহাদের নেতা বাঁ অনুসারীরা কেহই রক্ষা পায় নাই।