এ স্থলে “সুবুলান” (অর্থ- পথ) মানুষের তৈরী কৃত্রিম পথ বুঝায় না, বরং ঐ সকল প্রাকৃতিক চলাচলের পথ বুঝায় যাহা নদ-নদী, উপত্যকা ও গিরিবর্ত্যের মাধ্যমে সৃষ্টি হইয়াছে এবং সর্বযুগে এইগুলিই জনপথ বা রাজপথ রূপে ব্যবহৃত হইয়াছে।
এ স্থলে “সুবুলান” (অর্থ- পথ) মানুষের তৈরী কৃত্রিম পথ বুঝায় না, বরং ঐ সকল প্রাকৃতিক চলাচলের পথ বুঝায় যাহা নদ-নদী, উপত্যকা ও গিরিবর্ত্যের মাধ্যমে সৃষ্টি হইয়াছে এবং সর্বযুগে এইগুলিই জনপথ বা রাজপথ রূপে ব্যবহৃত হইয়াছে।