আয়াতের এই অংশটুকু ইংগিত করিতেছে যে, আল্লাহ্তা’লা মানবের জন্য নূতন যানবাহনের অস্তিত্বের প্রকাশ করিবেন, যাহা তখন পর্যন্ত মানবের অজানা ছিল। এই ভবিষ্যদ্বাণীর সত্যতা আশ্চর্যরূপে প্রতিফলিত হইয়াছে রেলগাড়ী, জলযান, মটর গাড়ী, উড়োজাহাজ ইত্যাদি আবিষ্কারের মধ্য দিয়া। আল্লাহ্তা’লাই কেবল জানেন আরো নতুন কি কি যানবাহন ভবিষ্যতে মানুষের সুবিধার জন্য উদ্ভাবিত হইবে, যাহা এখনো অনাবিষ্কৃত রহিয়াছে।