এক অটল প্রাকৃতিক বিধানের অধীন আকাশ ও পৃথিবী সৃষ্টির পর আল্লাহ্তা’লা মানব সৃষ্টি করেন এবং তাহার ইহজীবনে চলার পথ প্রদর্শনের জন্য ঐশী-বাণী প্রেরণ করেন। কিন্তু যদিও বাহ্যতঃ নিকৃষ্ট বস্তু হইতে মানুষের জন্ম, তথাপি আল্লাহ্তা’লা তাহাকে সর্বোত্তম গুণাবলীতে ভূষিত করিয়াছেন, এতদসত্বেও সে (মানুষ) আল্লাহ্তা’লার অনুগ্রহপূর্ণ নির্দেশের অনুগত না হইয়া তাঁহার বিশেষ ক্ষমতা এবং অধিকারের বিরুদ্ধে প্রশ্ন করিয়া বসে।