রূহ অর্থ আত্মা, ঐশী-বাণী, কুরআন, জিব্রাঈল ফিরিশ্তা এবং নিঃশ্বাস-প্রশ্বাস ইত্যাদি (মুফরাদাত,লেইন)। এই আয়াতে রূহ দ্বারা আল্লাহ্র জীবনদানকারী বাণী বুঝাইতেছে। এই শব্দ দ্বারা নবীর মারফতে নাযেলকৃত ঐশী সংবাদকেও বুঝায়, কারণ উহার মধ্যে জীবন সঞ্চারী শক্তি রহিয়াছে।