এই আয়াতের তাৎপর্য হইলঃ যেহেতু মহানবী (সাঃ)-এর প্রেরিত হওয়ার মুখ্য ও মূল উদ্দেশ্য ছিল আল্লাহ্তা’লার তওহীদ প্রতিষ্ঠা, যাহা পূর্ণ হওয়ার পর্যায় ও সময় উপস্থিত, সেই জন্য আনন্দপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাঁহাকে আল্লাহ্তা’লার সমীপে কায়মনোচিত্তে কৃতজ্ঞ হইয়া সেজদায় প্রণত হইতে হইবে।