১৫২১-ক

এই বিশ্ব-জগতের সৃষ্টি, ইহার বিস্ময়কর পরিকল্পনা ও নির্মাণ কৌশল এবং যে অলংঘনীয় নিয়ম-শৃংখলা ইহাতে পরিব্যাপ্ত রহিয়াছে তাহা এই অপরিহার্য সিদ্ধান্তে উপনীত করে যে, মানব জীবন শুধু এই পৃথিবীতেই এক অস্থায়ী ও সংক্ষিপ্ত অস্তিত্বে সীমাবদ্ধ নহে, বরং ইহার মধ্যে এক মহৎ উদ্দেশ্য নিহিত রহিয়াছে এবং মানুষকে শুধু এই জন্যই সৃষ্টি করা হয় নাই যে খাও, দাও, আনন্দ কর এবং তারপর চিরস্থায়ী মৃত্যুবরণ কর’।