১৫১৮

তাবূক এবং মদীনার মধ্যবর্তীস্থানে হিজর অবস্থিত। এখানেই সামূদ জাতির লোকেরা বসবাস করিত, যাহাদের নিকট হযরত সালেহ (আঃ) সতর্ককারীরূপে প্রেরিত হইয়াছিলেন। এই জাতির শহর অধিকাংশই পাথরে গড়া এবং প্রস্তর ও দেওয়ালের দৃর্গ ও প্রাচীর দ্বারা বেষ্টিত। এই জন্যই ইহার নাম দেওয়া হইয়াছে হিজর।