যেহেতু লুত (আঃ)-এর লোক এবং প্রতিবেশী গোত্রগুলির মধ্যে মনোমালিন্যপূর্ণ সম্পর্ক ছিল, সেই জন্য তাহারা লূত (আঃ)-কে বাহিরের কোন অচেনা লোক শহরে প্রবেশ না করানোর জন্য হুশিয়ার করিয়া দিয়াছিল। কিন্তু সেই অঞ্চলে সফর আরামদায়ক ও নিরাপদ না হওয়ায়, হযরত লুত (আঃ) অচেনা অজানা মুসাফিরদিগকে তাঁহার নিজ বাড়ীতেই আপ্যায়নের ব্যবস্থা করিতেন। লুত (আঃ)-এর জাতি তাহার এই কাজের বিরোধিতা করিত। তাঁহার সদুপদেশ ও প্রচারে বিরক্ত এবং অতিষ্ঠ হইয়া তাহাকে শহর হইতে বহিষ্কার করার জন্য বাহানা খুঁজিতেছিল। কিন্তু যুক্তিসিদ্ধ অজুহাত দ্বারা তাহারা সেই সুযোগ পাইতেছিল না। এখন দৃশ্যতঃ তাহাদের নিষেধের বিরুদ্ধে লুত (আঃ)-এর বাড়ীতে আগন্তুকের আশ্রয় দেওয়ার বাহানায় তাহারা তাহাদের আক্রোশ চরিতার্থ করার সুযোগ পাইল। ইহা হইতে স্পষ্ট বুঝা যায় যে, লূত (আঃ)-এর লোকজন তাঁহার অতিথিগণের সঙ্গে সমকামিতার (Sodomy) কুমতলবে ছুটিয়া আসে নাই, বরং তাঁহাকে শহর হইতে বহিষ্কার করার যুক্তিসিদ্ধ কারণ সৃষ্টির কথাটি তাঁহাকে জানাইয়া দিতে আসিয়াছিল। মনে হয় উহাই তাহাদের আনন্দোৎসবের কারণ ছিল।