হযরত লুত (আঃ)-এর লোকেরা তাহাকে অপরিচিত কোন লোক শহরে আনতে পূর্বেই নিষেধ করিয়াছিল। অতএব, যখন অতিথিগণ তাঁহার নিকট আসিল তখন শহরবাসীরা প্রতিশোধ লওয়ার উদ্দেশ্যে দৌড়াইয়া আসিল, এই বাহানায় যে, লুত (আঃ) তাহাদের পূর্ব হুশিয়ারীর প্রতি অবজ্ঞা করিয়াছিলেন।
হযরত লুত (আঃ)-এর লোকেরা তাহাকে অপরিচিত কোন লোক শহরে আনতে পূর্বেই নিষেধ করিয়াছিল। অতএব, যখন অতিথিগণ তাঁহার নিকট আসিল তখন শহরবাসীরা প্রতিশোধ লওয়ার উদ্দেশ্যে দৌড়াইয়া আসিল, এই বাহানায় যে, লুত (আঃ) তাহাদের পূর্ব হুশিয়ারীর প্রতি অবজ্ঞা করিয়াছিলেন।