‘আদবারা-হুম’ শব্দে ব্যবহৃত ‘হুম’ সর্বনামটি ব্যক্ত করিতেছে যে, লুত (আঃ)-এর সংগে যে দল শহর হইতে হিজরত করিয়াছিল তাহাদের মধ্যে কেবলমাত্র তাহার দুই কন্যাই ছিল না যেভাবে বাইবেলে বর্ণিত আছে (আদি-১৯), বরং অন্যান্য বিশ্বাসীগণও ছিল যাহাদের মধ্যে পুরুষ লোক অবশ্যই ছিল, পুংলিঙ্গবাচক সর্বনামটি দ্বারাই তাহা প্রমাণিত হয়। এই মত বাইবেলের আদি ১৮ঃ৩২ শ্লোক দ্বারাও সমর্থিত।